দু-দুটি বাড়ীতে দু:সাহসিক চুরি

churগোপাল সিং, খোয়াই, ১৪ জুন ।। খোয়াইতে চুরি কান্ড অব্যহত। একের পর এক চুরির ঘটনায় রীতিমত নাজেহাল খোয়াইবাসী। সোমবারও ঘটল দু:সাহসিক চুরির ঘটনা। খোয়াই থানাধীন গণকী এলাকায় জনৈক বাসিন্দা অরবিন্দ দেবনাথ এবং ভাই সুভাষ দেবনাথের বাড়ীতে প্রকাশ্য দিবালোকেই এই দু:সাহসিক চুরির ঘটনাটি ঘটে। ঘটনার সময় এই দুই বাড়ীতেই কেউ উপস্থিত ছিলেন না। জানা যায় পরিবারের লোকজনের অনুপস্থিতিতেই দুটি ঘরে হাত সাফাই করে চোরের দল। স্বর্ণালঙ্কার, টিভি সহ বহু মূল্যবান সামগ্রী চুরি হয়। প্রচুর ক্ষতির সম্মুখিন অরবিন্দ দেবনাথের পরিবারটি। যদিও পুলিশ এখনও শীতঘুমেই।
ইদানিংকালে খোয়াই শহরে ক্রমবর্ধমান চুরির ঘটনার কোন কুলকিনারা করতে ব্যার্থ হয়েছে খোয়াই পুলিশ প্রশাসন। একের পর এক চুরি, ছিনতাই এবং সমাজ বিরোধী কার্যকলাপ অব্যহত খোয়াই শহর ও শহরতলীতে। সমাজ বিরোধীদের দৌড়াত্বে বাড়ছে নেশা, জুয়ার রমরমা। বাড়ছে চুরির ঘটনা। কোনও প্রকার উদ্যোগ নিতে ব্যার্থ পুলিশ প্রশাসন। শুধু জনগনের মালামালই অসুরক্ষিত নয়, সরকারী অফিসগুলোও চোরদের নিশানায় থাকছে। সরকারী মালামাল চুরি হচ্ছে। স্বর্বশান্ত হচ্ছেন সাধারন জনগন। কিন্তু থানা বাবুরা মনে করেন শুধু কাগজে-কলমে লিপিবদ্ধ করাই যেন উনাদের কাজ। এই অসুরক্ষা বোধ থেকেই নিজেদের মালামাল রক্ষায় নিজেরাই পাহাড়া দিচ্ছেন জনগন। বাজার থেকে পাড়া সর্বত্রই পাহাড়া দিতে দেখা যাচ্ছে জনসাধারনকে। অথচ প্রকাশ্য দিবালোকে একের পর এক চুরির ঘটনায় নাজেহাল হয়ে পড়ছেন খোয়াইবাসী। পুলিশ শুধু মাসোহারা পেয়েই বহাল তবিয়তে দিন কাটাচ্ছে। মাসোহারা আদায় করা ছাড়া আর কিছুই পারেনা পুলিশ, বলছেন ক্ষুব্ধ জনসাধারন। এখন কি তাহলে নিজের মালামাল রক্ষা করতে প্রকাশ্য দিবালোকেও নিজেদেরই পাহাড়া দিতে হবে জনসাধারনকে? নাকি ঘুম ভেঙে পুলিশ প্রশাসন নিজেদের প্রয়াশে যোগ্য ভূমিকা গ্রহন করবে? প্রশ্ন জনমনে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*