চূড়াইবাড়ী প্রতিনিধি, ১৪ জুন ।। কিছু দিন পর পরই আসাম-আগরতলা জাতীয় সড়ক স্তব্ধ হয়ে পরে। সাথে সাথে বিকল্প জাতীয় সড়কও বেহাল হয়ে পরে। সংস্কারের জন্য সড়ক বধা রাখার ফলে কয়েকশ পণ্যবাহী লরি দীর্ঘ লাইনে আটকে পরে। ফলে ব্যাপক অসুবিধায় পড়তে হচ্ছে পণ্যবাহী লরি চালক থেকে অন্যান্য যান চালকরা।