নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ।। মঙ্গলবার বিজেপি’র সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন বিজেপি’র মুখপাত্র প্রসেঞ্জিত চক্রবর্তী। পাশাপাশি সাংবাদিক সন্মেলনে সম্প্রতি রাজ্য বিজেপি নেতৃবৃন্দের উপর কিছু দুষ্কৃতিদের আক্রমনের ঘটনার বিস্তৃত তুলে ধরেছেন বিজেপি’র মুখপাত্র প্রসেঞ্জিত চক্রবর্তী, সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।