নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ।। আগরতলা আই জি এম হাসপাতালে এক রোগীর আত্মীয়ের হাতে হাসপাতালের কর্তব্যরত এক লিফট অপারেটর আক্রান্তের ঘটনায় হাসপাতালে বেসরকারী নিরাপত্তা কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। জানা যায়, সোমবার সকালে আই জি এম হাসপাতালের সাততলা ভবনের ছয়তলায় জনৈক এক রোগীর আত্মীয় লিফটে উঠতে গিয়ে লিফট অপারেট হামিদ মিঞার সঙ্গে বচসা কজড়িয়ে পরে। তারপরেই ঐ ব্যাক্তি সজোরে লিফট অপারেটর গালে চড় বসিয়ে দেন। ঘটপ্না পুলিশকে জানানো হলেও গ্রেপ্তার নেই।