দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৪ জুন ।। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ চে গুয়েভারার ৮৯ তম জন্মদিবস রাজ্যের চারটি বামপন্থী যুব সংগঠনের তরফে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
চে গুয়েভারার জন্মদিনে শহরের মুক্তধারা প্রেক্ষাগৃহে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় ভাষন দিতে গিয়ে বনমন্ত্রী নরেশ জমাতিয়া চে গুয়েভারার জীবনাদর্শ ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন।