কেলেঙ্কারিতে টোকিও গভর্নরের পদত্যাগ

tokআন্তর্জাতিক ডেস্ক ।। জাপানের গণমাধ্যমের খবর, সরকারী তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন টোকিওর গভর্নর ইয়োইচি মাসুজোয়ে। তার বিরুদ্ধে অভিযোগ, ছুটির দিনে সন্তানদের জন্য ছবি ও কমিক বই কিনতে সরকারী তহবিল থেকে অর্থ খরচ করেন ইয়োইচি। এই খবর ছড়িয়ে গেলে তিনি সমালোচনার মুখে পড়েন। বুধবার জাপানের পার্লামেন্টে তার বিষয়ে আস্থা ভোট হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, সেখানে সমর্থন হারানোর আশঙ্কা থেকেই পদত্যাগের এই সিদ্ধান্ত নিতে পারেন গভর্নর। ২০২০ সালে শহরটিতে অনুষ্ঠিতব্য অলিম্পিক আয়োজনের আগে ইয়োইচি’র হালের কেলেঙ্কারির ঘটনা জাপানের জন্য বেশ বিব্রতকর। আসছে জাপানের উচ্চকক্ষের নির্বাচনেও এর বিরূপ প্রভাবের আশঙ্কা আছে। জুলাইয়ের ১০ তারিখে হতে যাওয়া সেই নির্বাচনে, প্রধানমন্ত্রী শিন জো আবের লিবারেল ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয়তায় চির ধরাতে পারে এই ঘটনা। কেননা, স্বতন্ত্র হলেও সেই দলের সমর্থন নিয়েই মাসুজোয়ে ২০১৩ সালে টোকিওর গভর্নর নির্বাচনে দাঁড়ান। সেবার দুর্নীতি এবং কেলেঙ্কারিমুক্ত একটি প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে জয়ী হন মাসুজোয়ে। যদিও পরে বেহিসেবি খরচের জন্যে আলোচিত হন তিনি। জড়িয়ে পড়েন নানা অভিযোগে। অবশ্য বরাবরই দুর্নীতির এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*