নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন ।। আগামী ২১শে জুন দ্বিতীয় আন্তর্জাতিক যোগা দিবস। সেই উপলক্ষ্যে রাজ্যের সর্বত্র র্যালী ও যোগা প্রদর্শনীর মাধ্যমে দ্বিতীয় আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হবে। দ্বিতীয় আন্তর্জাতিক যোগা দিবসে ‘স্বাস্থ্যের জন্য যোগা’ এই আহ্বান জানিয়ে রাজ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। বুধবার বিকেলে ভগৎ সিং যুব আবাসে এক সাংবাদিক সন্মেলনে ক্রীড়ামন্ত্রী সহিদ চৌধুরী জানিয়েছেন, রাজ্যে আগামী ২৩ জুন ৬৯তম আন্তর্জাতিক অলিম্পিক দিবস নানা অনুষ্ঠানে উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে।