দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৫ জুন ।। ৫ টাকায় ৪০০ পেলে দূর্দিনের বাজারে মন্দ কি? দিন যত যাচ্ছে শহরের আনাচে কানাচে তীর জুয়ার ব্যবসার ঠেক শুধু বৃদ্ধি হচ্ছে। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে চলছে জুয়ার ব্যবসা। ভদ্র ঘরের শিক্ষিত ছেলে মেয়েরা তীর জুয়ার ব্যবসায় বুঁদ হয়ে যাচ্ছে তাই নয় খেটে খাওয়া শ্রমিক, রিক্সাওয়ালা থেকে শুরু করে নানা পেশার মানুষ কম পয়সা খাটিয়ে বড় অংকের টাকার লোভে তীর জুয়ায় জড়িয়ে পড়ছে। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানের গা ঘেঁষা প্রানী সম্পদ বিকাশ দপ্তর সংলগ্ন স্থানে প্রাত্যহিক ভাবেই চলছে তীর জুয়ার রমরমা ব্যবসা।
এলাকাবাসীদের অনুরোধে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এর প্রতিনিধি গোপন ক্যামেরায় তীর জুয়ার ঠেক থেকে এই ছবি তোলা হয়েছে। রাজধানী আগরতলা, ধর্মনগরের কালাছরা গোবিন্দপুর সহ গোটা রাজ্যেই রমরমিয়ে চলছে তীর জুয়ার ব্যবসা। কখনো প্রাপ্তি কখনো ঘাটতিতে সংক্রামিত হচ্ছে তরুন প্রজন্ম। আবার সর্বশান্ত হচ্ছে খেটে খাওয়া মানুষ। পুলিশের হস্তক্ষেপে অবিলম্বে এই তীর জুয়ার ব্যবসা বন্ধের দাবী জানিয়েছে এলাকাবাসী।