১৬ই জুন রাজ্য ব্যাপী ভূমিকম্প প্রতিরোধের মহড়া

dgs dgs.jpg1দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৫ জুন ।। ত্রিপুরা সরকারের উদ্যোগে ১৬ই জুন রাজ্য ভিত্তিক ভূমিকম্প প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গোটা রাজ্যে ১৬ই জুন ভূমিকম্প প্রতিরোধের মহড়া অনুষ্ঠিত করবে। ১৬ই জুনের রাজ্যে এই ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা নিয়ে রাজ্য ব্যাপী মহড়ায় যুক্ত থাকবে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন দপ্তর।
বুধবার, মহাকরনের সাংবাদিক সন্মেলনে ১৬ই জুন রাজ্যের মোট ৪০টি স্থানে ভূমিকম্প প্রতিরোধ মহড়া নিয়ে এই তথ্য জানান রাজস্ব দপ্তরের সচিব পুনিত আগরওয়াল এবং এন ডি এম-র বরিষ্ঠ পরামর্শদাতা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে দত্ত। সাংবাদিক সন্মেলনে তাঁরা জানান, ১৬ই জুন প্রতি জেলার ৫টি স্থানে এই মহড়া হবে। মহড়ার অঙ্গ হিসেবে ভূমিকম্প হয়েছে বলে সাইরেন বাজানো হবে। ক্ষতিগ্রস্থদের উদ্ধারের কাজ শুরু করার জন্য আভমকা যানবাহন চলাচল এক পথ থেকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হতে পারে। তাঁরা রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান, মহড়ার সময় কেউ যেন আতঙ্কিত না হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*