দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৬ জুন ।। পেট্রোল, ডিজেলের আরো এক দফা দাম বৃদ্ধি হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দল গুলো সোচ্চার প্রতিবাদ জানিয়েছে। বুধবার মধ্যরাত থেকে পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে। মে মাসের হিসেবে পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি হ্যাট্রিক হয়েছে। দেশীয় তেল কোম্পানী গুলো এই দর বৃদ্ধির কারন সম্পর্কে বলেছেন ডলারের তুলনায় ক্রমাগত মূল্য হ্রাস, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির ঠেলায় কোষাগারের শূন্যস্থান পূরণ করতেই জ্বালানীর মূল্য বৃদ্ধি। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে ত্রিপুরায় ৫ পয়সা করে লিটার প্রতি প্রট্রোলের জন্য এবং ১টাকা ২৬ পয়সা করে ব্যয় করতে হবে।