দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৬ জুন ।। দ্বাদশের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন – রাজ্যের সাধারন ডিগ্রী কলেজ গুলোতে ১৬ই জুন থেকে ভর্তির ফরম বিতরন শুরু হয়েছে। ভর্তি প্রক্রিয়া চলবে ২০ জুন পর্যন্ত।
মহিলা কলেজে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভর্তির ফরম বিতরন। ভর্তির প্রত্যাশায় প্রথম দিনেই ফরম সংগ্রহের তৎপরতা দেখা গেছে মহিলা কলেজে। প্রতিটা কলেজেই ভীড় আস্তে আস্তে বাড়বে বলাই বাহুল্য।