দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৬ জুন ।। ভূমিকম্প – এক লহমতেই প্রথিবীর বুকে মৃত্যু আর ধ্বংসের সৃষ্টি করার জন্য যথেষ্ট। এই পৃথিবী ভূমিকম্পের আঘাতের ছবি বহুবার চাক্ষুষ করেছে। ব্যপক ধবংশ লীলার বুকে আবার আস্তে আস্তে প্রানের সঞ্চার হয়েছে। পৃথিবীতে যে কটা ভূমিকম্প প্রবণ অঞ্চল রয়েছে তার মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চল ঝুঁকির মুখে অবস্থান করছে।
চলমান পৃথিবীতে কয়েক সেকেন্ডের ভূমিকম্প ধ্বংসস্তূপে পরিনত করতে পারে। ভূমিকম্পের মতো প্রকৃতির আগ্রাসনে মানুষকে সচেতন হয়ে জানমাল রক্ষায় তাৎক্ষনিকভাবে করনীয় বিষয় সন্মূহ সম্পর্কে সতর্ক করতে ১৬ই জুন ত্রিপুরায় ৪০টি স্থানে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ভূমিকম্পের বিভীষিকায় বিধ্বস্ত অবস্থার প্রতীকি মহড়াতেই অনুভব করা গেছে বাস্তবিক অর্থে পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছুতে পারে।
ভূমিকম্প মানেই হচ্ছে একদিকে আহত, নিহত, জখম মানুষ আটকে পড়া অবস্থায় বাঁচানোর আর্তচিৎকার, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ে পারঙ্গম বিশেষ বাহিনীগুলোর তৎপর ভূমিকাতেই ব্যপক ক্ষতি এড়ানো সম্ভব হলেও ভূমিকম্পের মুহূর্তে নিজেকে শান্ত স্থির রেখে পরিবার পরিজনদের রক্ষা করার ক্ষেত্রে আপনি কি করতে পারেন সেই ক্ষেত্রে ১৬ই জুন রাজ্যব্যাপী মহড়া নিশ্চিৎভাবেই রাজ্যের মানুষকে ভূমিকম্প সম্পর্কে আক্ষরিক অর্থেই সতর্কিত করে তুলবে।