কলকাতা, ০৯ অক্টোবর ।। ৮০-র কোঠা ছাড়িয়ে গিয়েছেন অনেকদিন। তাঁর সুরের সফর চলছে আজও। দীর্ঘদিন বাদে এ বছর পুজোয় বাংলা গানও গেয়েছেন। তার ফাঁকে রং-তুলি ধরেছেন। ছবি আঁকছেন লতা মঙ্গেশকর। শুধু সঙ্গীতেই নয়, শিল্পের অন্য শাখাপ্রশাখায়ও যে তাঁর অনায়াস, স্বচ্ছন্দ যাতায়াত, এই ছবি তারই প্রমাণ। ছবিটি টুইটারে পোস্ট করে তিনি লিখেছেন, নমস্কার। আমাদের পরিবারে ছবি আঁকার শখ সকলের।এই ছবিটা আমি নিজে এঁকেছি, আপনাদের সকলের জন্য।
সৌজন্যে এবিপি নিউজ।