নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন ।। রাজ্যপাল তথাগত রায়ের সাথে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হল সিটিজেন ফোরাম অব ত্রিপুরার একটি প্রতিনিধি দল। শনিবার বিকেলে রাজভবনে পুষ্পস্তবক দিয়ে রাজ্যপালকে শুভেচ্ছা জানান এবং রাজ্যপালের হাতে একটি স্মারক তুলে দেন সিটিজেন ফোরাম অব ত্রিপুরার সম্পাদক শানিত দেবরায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি সঞ্জয় পাল এবং কার্যনির্বাহী সদস্য ডাঃ এ কে রায়, ডাঃ মানিক সাহা মাধবী চক্রবর্তী।
অন্যদিকে CRPF –এর প্রাক্তন কমান্ডেন্ট ও লেখক শংকরলাল সেনগুপ্তও সনিবার বিকেলে রাজভবনে রাজ্যপালের সাথে সাক্ষাত করে তাঁর লেখা ‘মিশন লাইবেরিয়া’ বইটি রাজ্যপালকে উপহার হিসেবে দেন।