নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন ।। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রবিবার আগরতলা এ ডি নগর পুলিশ মাঠে কারাগার পুলিশের কনস্টেবল পদের জন্য সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হয়। দূরদূরান্ত থেকে কর্ম প্রার্থীরা এ ডি নগর পুলিশ মাঠে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। মোট ৫৬টি সংখ্যা বিশিষ্ট কনস্টেবল পদের জন্য প্রায় এক হাজার যুবক সাক্ষাৎকারে যোগ দিতে পুলিশ মাঠে উপস্থিত হয়।