২২শে জুন IPFT-এর ডাকা রাস্তা অবরোধের প্রতিবাদে শহরে যুব সংগঠনের মিছিল

tyfনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন ।। ২২শে জুন ত্রিপ্রাল্যান্ডের দাবীতে IPFT রাস্তা অবরোধের ডাক দেয়। IPFT-এর ডাকা এই রাস্তা অবরোধ কর্মসূচির প্রতিবাদে শহরে বামফ্রন্টের যুব সংগঠনের তরফে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা করে। সোমবার শহরের প্যারাডাইস চৌমুহনীস্থিত ছাত্র যুব ভবনের সামনে থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তুলসীবতি স্কুলের সামনে মিলিত হয়। সেখানে বামফ্রন্টের যুব সংগঠন DYFI এবং TYF এর তরফে বিক্ষোভ সভা করা হয়। সভাতে বক্তারা IPFT-এর ডাকা অযৌক্তিক ও জনস্বার্থ বিরোধী রাস্তা অবরোধ ব্যর্থ করতে সকল অংশের জনগণকে এক হওয়ার আহ্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*