গোপাল সিং, খোয়াই, ২০ জুন ।। পারিবারিক বিবাদের জেরে খুন হতে হল স্বামীকে। খুনের ঘটনা ধামাচাপা দিতে খুন করিয়ে স্বামীর মৃতদেহ কুয়োতে ঝুলিয়ে আত্মহত্যার প্রচারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় খোয়াইরের একটি কলোনীতে। মৃত ব্যাক্তির নাম বেনু তাঁতি, বয়স ৪৫। সোমবার সকালে স্থানীয় এক প্রতিবেশী মহিলা ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে, চিৎকার শুনে ছুটে এসে এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এস ডি পি ও রাজীব সেনগুপ্ত, খোয়াই থানার ও সি নারায়ণ চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকাবাসী এবং বেনু তাঁতির মা এর অভিযোগ পুত্রবধূ বিমলা তাঁতি ও তার দুই ভাই রঞ্জন তাঁতি এবং সুরঞ্জন তাঁতি বেনু তাঁতিকে খুন করে কুয়োতে ঝুলিয়ে রেখেছে। বেনু তাঁতির মা জানান, তাঁদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেই স্ত্রী বিমলা তাঁতির বাপের বাড়ীর লোকজন বেনুকে মারধোর করত। খোয়াই থানার পুলিশ এই হত্যাকান্ডকে ফাঁসিতে মৃত্যু হয়েছে বলে খুনের বিষয়ে কোনো তদন্ত করেনি বলে এলাকাবাসীর অভিযোগ।