সারা ভারত কৃষক সভার ২০তম দ্বি-দিবসীয় মহকুমা সম্মেলন

khwi.jpg1khwiগোপাল সিং, খোয়াই, ২২ জুন ।। দুদিন ব্যাপী সারা ভারত কৃষক সভা খোয়াই মহকুমা সম্মেলন শুরু হল মঙ্গলবার। ২০তম মহকুমা সম্মেলনের শুরু হয় প্রকাশ্য সমাবেশ দিয়ে। খোয়াই গনকী স্কুল মাঠে এদিনকার প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কাউন্সিলের সম্পাদক নারায়ন কর, গন আন্দোলনের নেতৃত্ব বিশ্বজিৎ দত্ত ও জিএমপি সদস্য পদ্মকুমার দেববর্মা, খোয়াই বিভাগীয় নেতৃত্ব আলয় রায়, বিভাগীয় সম্পাদক বিশুরঞ্জন দেব।  মঙ্গলবার সারা ভারত কৃষক সভা খোয়াই মহকুমা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে কৃষকদের উপস্থিতি ছিল লক্ষনীয়। গনকী স্কুল মাঠে এদিনকার সমাবেশে ভাষন রাখতে গিয়ে কৃষক সভার রাজ্য কাউন্সিলের সম্পাদক নারায়ন কর বললেন, সারা ভারত কৃষক সভার ঝান্ডা অনেক দুর সম্প্রসারিত। ব্রিটিশ সাম্রাজ্যবাদের পদপিষ্ঠে যখন ভারতবর্ষ কাতরাচ্ছিল ১৯২০ সালে, সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার স্বপ্ন নিয়ে সংগঠনের আত্মপ্রকাশ। কিন্তু দেশ স্বাধীন হবার পর কৃষকরা কতটুকু অগ্রসর হতে পেরেছে তা বিচার করতে হবে। কারন কৃষকের প্রথম ও প্রধান সমস্যা হচ্ছে তার জমির সমস্যা। শুধু জমি থাকলে চলবে না। জমি কেউ চাষ করতে গেলে বিজ, সার, কীটনাশক, জল ও পাওয়ার টিলারের দরকার। কিন্তু ফসল ফলালেই চলবে না। কৃষকের পরিবারকে টিকিয়ে রাখতে এই ফসল বাজারে বিক্রি করতে হবে। কিন্তু কৃষকরা কি ফষল বাজারজাত করে নায্য দাম পাচ্ছেন ? নাকি ৫ টাকা দামে আলু বিক্রি করে ২০ টাকা দরে বাজার থেকে আলু কিনছেন। রাজ্যের কৃষকরা ৯টাকা থেকে সাড়ে ৯টাকা কেজি দরে বাজারে বোরো ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলেও উল্লেখ করলেন কৃষক সভা রাজ্য নেতৃত্ব নারায়ন কর। একই সাথে কৃষকদের বঞ্চনা নিয়ে সুর চড়া করলেন গন আন্দোলনের নেতৃত্ব বিশ্বজিৎ দত্ত।  অপরদিকে সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য পদ্মকুমার দেববর্মা আগামীকালের জাতীয় সড়ক বনধের ইস্যু তোলে আইপিএফটি’র কড়া সমালোচনা করলেন। বললেন, জিএমপি’র অন্তর্গত ১৯টি জাতী-গোষ্ঠী রয়েছে। এই গনমুক্তি পরিষদকে ভেঙে টুকরো করার জন্য, আলাদা রাজ্যের স্লোগানে আইপিএফটি রাজ্যের মধ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে। আর রাজ্যের বিরোধী দলগুলি বসে বসে মজা করছে। আনন্দ করছে। এদিকে প্রকাশ্য সমাবেশের শুরুতেই ভাষন রাখতে গিয়ে কৃষক সভার বিভাগীয় নেতৃত্ব আলয় রায় বলেন, খোয়াই বিভাগের কৃষকরা নানান সমস্যায় জর্জরিত। বিশেষ করে সেচের জলের সমস্যা তো রয়েছেই। উল্লেখ্য খোয়াই মহকুমা সম্মেলন শুরু হয়েছে খোয়াই বিবেকানন্দ কৃষ্টি ভবনে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*