
দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২২ জুন ।। ঠগের পাল্লায় প্রলোভিত হয়ে অনেকেই লাভের আশায় শেষ পর্যন্ত প্রতারিত হওয়ার ঘটনায় চাঞ্চল্য। মালেক মিঞা হচ্ছে প্রতারনার কাহিনীর মূল নায়ক – নিজের নাম থেকে বসতভিটে একেক জায়গায় একেকরকম বলে লোক ঠকানোতে সিদ্ধহস্ত। সঙ্গে রেখেছেন দুই সাকরেদ কৃষ্ণ দেবনাথ ও মাম্পি দাস। ত্রয়ীর ত্রয়োস্পর্শে পূর্ব থানার সামনে বুধবার মানুষের ভীড় জমে মালেক মিঞার প্রতারনার বিরুদ্ধে। মালেক মিঞা আড়ালিয়া, সূকান্ত কলোনী, আদর্শ কলোনী, শালবাগান, মালিটিলার মানুষদের কম সুদে বিভিন্ন ব্যাঙ্ক থেকে লোনের ব্যবস্থার কথা বলে ৫০ হাজার টাকার বেশী আর্তসাত করেছেন। অবশেষে পুলিশের জালে তোলা হয়েছে মানুষের অভিযোগের উপর ভিত্তি করে। পূর্ব থানার সামনে মালেক মিঞার প্রতারনা নিয়ে বিক্ষুব্দ মানুষ জড়ো হয়েছেন ক্ষতিপূরন আর প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে।