নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন ।। নেতাজী সুভাষ আঞ্চলিক ক্রীড়া পশিক্ষন কেন্দ্রের (NSRCC) নির্মীয়মাণ ইন্ডোর, স্টেডিয়াম, হোস্টেল ও অন্যান্য ক্রীড়া পরিকাঠামো পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। বুধবার বিকেলে NSRCC কমপ্লেক্স পরিদর্শনের সময় মূখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরী, দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক, অধিকর্তা দুলাল দাস, ক্রীড়া পর্ষদের সচিব দিলীপ চক্রবর্তী সহ অন্যান্যরা। মূখ্যমন্ত্রী নির্মাণ কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেন সঙ্গে শ্রমিকের সংখ্যাও বাড়াতে বলেছেন নির্মাণ সংস্থা JAPEE কর্তৃপক্ষকে।