দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২২ জুন ।। মঙ্গলবার থেকেই IPFT-র জাতীয় সড়ক অবরোধে কর্মী সমর্থকরা পৌঁছুতে শুরু করেছিলেন। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী IPFT-র জাতীয় সড়ক অবরোধ নিয়ে গোটা রাজ্যের রাজনীতির দৃষ্টি ছিল। বড়মুড়ার পাদদেশে IPFT-র কর্মী সমর্থকরা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে IPFT-র কর্মীরা পথ অবরোধে সামিল হয়েছে। সড়ক অবরোধ কর্মসূচীতে পথে বসেই IPFT-র নেতা রাজেস্বর দেববর্মা বলেন, ক্ষমতাসীন দল IPFT-র জাতীয় সড়ক অবরোধ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও সে চেষ্টা সফল হয়নি। অন্যদিকে রেল লাইনের ট্র্যাকে বসে IPFT-র সমর্থকরা ট্রেন আগমনের রাস্তায় অবরোধের সৃষ্টি করেছে। IPFT সূত্রে জানা গেছে, রেল এলেও ফিরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে IPFT-র জাতীয় সড়ক এবং রেল অবরোধ কর্মসূচী উপলক্ষ্যে আরক্ষা প্রশাসন নিরাপত্তার চাদরে মুড়ে দেয় পাহাড় এলাকা। আরক্ষা প্রশাসনের তরফে সম্পূর্ণ ভাবে প্রস্তুতি লক্ষ্য করা গেছে বুধবার। আসাম-আগরতলা জাতীয় সড়কে এবং চারপাশে দেখা গেছে যে কোনো রকম পরিস্থিতি সামাল দিতে আরক্ষা প্রশাসনের তৎপরতা। অন্যদিকে বুধবার বিকেলে CPI(M)-র রাজ্য সম্পাদক বিজন ধর IPFT-র জাতীয় সড়ক এবং রেল অবরোধ কর্মসূচী উস্কানিমূলক বলে অভিহিত করেন।