দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৩ জুন ।। যে দেশের প্রধানমন্ত্রী “বেটি বাচাও, বেটি পড়াও” এর আহ্বান রেখেছেন মিছিলে মিটিং –এ নারী অগ্রগতির গুরুগম্ভীর আলোচনা। সেই দেশের বাস্তবতার শেষে উদাহরন হাওড়ার জলে তিন মাসের শিশুকন্যার নিস্পাপ দেহ উদ্ধার। আর পাঁচটা ঘটনার মতোই এলাকায় চাঞ্চল্য। মর্মান্তিক এই শিশু মৃত্যুর ঘটনা দক্ষিন জয়নগরে। বুধবার হাওড়া নদীর জলের আবর্জনায় আটকে থাকা শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় মানুষ। খবর দেয়া হয় বটতলা পুলিশ ফাঁড়িতে। হাওড়ার জলে তিন মাসের শিশু কন্যার এহেন পরিনতির জন্য যারা দায়ী তাদের হয়তো মনে হয়েছিল শিশু কন্যাটি ভবিষ্যতে বোঝা হয়ে দাঁড়াবে – এই প্রশ্নের সঙ্গেই বলা যায় এই বেভিচারের ফসল কিনা কিংবা হয়তো সামাজিক কলঙ্ক লেপনের বলি হয়েছে তিন মাসের শিশু কন্যা।