নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন ।। চুরিকান্ড করতে গিয়ে নিজের হাত খোয়ালেন এক চোর। ঘটনা ধর্মনগর থানাধীন বারুয়াকান্দি গ্রামের ৩নং ওয়ার্ডে। জানা যায়, বুধবার রাতে বারুয়াকান্দি গ্রামের একটি বাড়ীতে গরু চুরি করতে আসে এক চোর। গৃহকর্তার আঁচ পেয়ে চিৎকারে ছুটে এসে হাতেনাতে ধরে ফেলে চোরকে। উত্তেজিত জনতা চোরকে গনধোলাই দিয়ে চোরের ডান হাত কেটে ফেলে। জানা যায়, চোরের নাম সজল দাস, বাড়ী ধর্মনগর থানাধীন কৃষ্ণপুর গ্রামে। এলাকাবাসী পরে চোর সজলকে ধর্মনগর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা সজলকে আগরতলা গি বি হাসপাতালে পাঠিয়ে দেয়। এলাকাবাসীর অভিযোগ সেই রাতেই সেই এলাকায় ৬টি গরু চুরি হয়।