
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন ।। ONGC-র সীল করা পাইপে হঠাৎ আগুন দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় সাব্রুমের ভগীরথ পাড়ায়। শুক্রবার দুপুরে সাব্রুমের ভগীরথ পাড়ায় ONGC-র সেক্টর ফোরে একটি সীল করা গ্যাস স্টেশনে আগুন লেগে যায়। স্থানীয় লোকজন মনুবাজার থানায় খবর পাঠায়, খবর দেয়া হয় দমকল স্টেশনে। খবর আসে হাপানিয়াস্থিত ONGC দপ্তরে। স্খান থেকে ইঞ্জিনিয়ারদের একটি টিম সহ দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। এলাকাবাসীর অভিযোগ, ONGC এখানে গ্যাস পাওয়ার পর পাইপের মুখ সীল করে রাখলেও প্রয়োজনীয় নজরদারি রাখেনি।