চিটফান্ডের অর্থ আদায়ের দাবিতে ডেপুটেশান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির

congগোপাল সিং, খোয়াই, ২৫ জুন ।। সারা রাজ্যে প্রায় ১৪২টি চিটফান্ড কর্তৃক প্রায় ২৫ কোটি টাকা আমানতকারীদের থেকে লুট করেছে। সেই সাথে চিটফান্ড কেলেঙ্কারিতে রাজ্যের ১৪ লক্ষ আমানতকারীর এই বিপুল অর্থ আদায়ের দাবিতে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি খোয়াই জেলাতেও গনধর্ণা ও ডেপুটেশানে সামিল হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। শনিবার খোয়াই শহরে মিছিল করে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে একটি মিছিল খোয়াই জেলা শাসকের কার্য্যলয়ের সামনে এসে মিলিত হয়। সেখান থেকে একটি প্রতিনিধি দল খোয়াই জেলা শাসক অপূর্ব রায়ের নিকট ডেপুটেশনের প্রতিলিপি প্রদান করেন। এদিকে জেলা শাসকের অফিস কার্য্যালয়ের সামনেই চলতে থাকে গনধর্ণা। এদিনের মিছিল, গনধর্ণা ও ডেপুটেশনে সামিল হন খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য কং-নেতা ও কর্মীরাও। গনধর্ণা থেকে আওয়াজ উঠে প্রতিটি জেলা শাসকের এবিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু রাজ্যে এত বিরাট অঙ্কের আর্থিক কেলেঙ্কারী ঘটে গেলেও জেলা শাসকরা কেন উদ্যোগ নেয়নি। আগামী দিনে চিটফান্ড ইস্যুতে চিফ সেক্রেটারির অফিস এবং মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করার ডাক দিলেন কং-নেতৃত্বরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*