গোপাল সিং, খোয়াই, ২৫ জুন ।। প্রতি বছরই খোয়াই জেলা পুলিশের উদ্যোগে রক্তদানের মতো মহৎ কর্মসূচী হাতে নেওয়া হয়। এবছরও তার অন্যথা হলনা। রক্তদানে এগিয়ে এলো মহিলা-পুরুষ সহ সমস্ত পুলিশ কর্মীরাই। এই লক্ষ্যেই খোয়াই জেলা পুলিশের উদ্যোগে এসপি অফিসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার। সেই সাথে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেল পুলিশ কর্মীরা। মোট ৫২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে বলে জানান খোয়াই এস পি জয়ন্ত চক্রবর্তী।