গোপাল সিং, খোয়াই, ২৫ জুন ।। শনিবার সকাল ৭টা নাগাদ চাম্পাহাওড় থানা এলাকার গুমসিং বাড়ীর ভারত-বাংলা সীমান্তের ১৯৬৫নং পিলার-এর ১০নং গেইটে বাংলাদেশ হবিগঞ্জ জেলা ও চুনারোঘাট থানা এলাকার কালেঙ্গ ফরেষ্ট রেঞ্জ এর ছনবাড়ী এলাকার প্রায় দুইশত লোক সীমান্ত কাঁটা তারের বেড়া ডিঙ্গিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা চালায়। এতে উপজাতি, হিন্দুস্তানী, বাঙালি সম্প্রদায়ের ঐ লোকগুলি নিজেদের প্রাণ বাঁচাতে এই মরিয়া উদ্যোগ গ্রহন করে বলে জানা যায়। খবর পেয়ে বিএসএফ ১৩০নং বেটেলিয়ান এবং চাম্পাহাওড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং নির্যাতিত বাংলাদেশীরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা গ্রহন করেন। গোটা এলাকা বেরিক্যাড তৈরী করে রাখা হয়। জানা যায় সীমান্ত ওপারের মৌলবাদী এবং ফরেস্ট রেঞ্জের কর্মী কর্তৃক ঐ নিরীহ মানুষদের উপর, তাদের পরিবারের উপর বিগত ২-৩ দিন যাবত নির্যাতনের মাত্রা বাড়ানোর ফলেই বাধে বিপত্তি। প্রাণ বাঁচাতে সীমান্ত ডিঙ্গিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা মুলত এই কারনেই। গত বছরও একবার এমনই ঘটনা ঘটেছিল। বছর ঘুরতেই ফের একাবার ঘটনার পুনরাবৃত্তি। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে দুই দেশের বিজিবি এবং বিএসএফ ফ্লেগ মিটিংয়ে বসার উদ্যোগ গ্রহন করছে। শনিবার উক্ত ঘটনা জানাজানি হবার পর মিডিয়া কর্মীরা সেখানে ছুটে গেলে একজন সংবাদ কর্মীকেও সেখানে যেতে দেওয়া হয়নি। তবে জানা গেছে ফ্ল্যাগ মিটিংয়ের পরই ঐ লোকজনদের বাংলাদেশে পৌছানোর ব্যবস্থা করা হবে।