চীনে টর্নেডোতে নিহত ৯৮

cnআন্তর্জাতিক ডেস্ক ।। চীনে টর্নেডো ও শিলাবৃষ্টিতে কমপক্ষে ৯৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০০ জনের মতো।  পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুতে বৃহস্পতিবার সন্ধ্যায় টর্নেডোটি আঘাত হানে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। শিলাবৃষ্টি সাথে নিয়ে ঘণ্টায় ১২৫ কিলোমিটার গতির বাতাস ইয়াংসেং শহরে আছড়ে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মুষলধারে বৃষ্টি, শিলাবৃষ্টি ও আরও টর্নেডো ঝড়ের শঙ্কা থাকায় সেখানে উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে। বেইজিং থেকে তাঁবু ও অন্যান্য জরুরি সেবা পাঠানো হয়েছে। টেলিভিশনের ভিডিও ফুটেজে সেখানে উল্টে পড়া গাড়ি, উপড়ানো গাছ ও বৈদুতিক তারসহ খাম্বা উপড়ানো অবস্থায় দেখা গেছে। স্থানীয় এক অধিবাসীকে জয়জড়ানো কণ্ঠে বলতে শোনা গেছে, ‘মনে হচ্ছিল কেয়ামত এসে গেছে’। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ঝড় উপদ্রুত এলাকায় সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*