নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন ।। অবশেষে জাতীয় সড়কের অচলাবস্থা নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর নিকট চিঠি পাঠালেন রাজ্যের পূর্তমন্ত্রী। ৮নং জাতীয় সড়কের (পূর্বত্তন ৪৪নং) লোয়ারপোয়া থেকে আসামের চূরাইবাড়ী অংশের মেরামতির কাজ জরুরী ভিত্তিতে করার জন্য ত্রিপুরার পূর্তমন্ত্রী বাদল চৌধুরী কেন্দ্রীয় সড়ক পরিবহণ দপ্তরের মন্ত্রী নীতিশ গড়করির হস্তক্ষেপ দাবী করেছেন। তিনি শ্রী গড়করিকে লেখা এক চিঠিতে উল্লেখ করেন, আসাম-ত্রিপুরা সীমান্তের লোয়ারপোয়া থেকে চূরাইবাড়ী অংশে জাতীয় সড়কের অবস্থা খুবই খারাপ যা আগেও কেন্দ্রীয় সড়কের নজরে নেওয়া হয়েছিল। এখন বর্ষা মরশুম শুরু হওয়াতে জাতীয় সড়কের অবস্থা এতটাই খারাপ হয়েছে যে গাড়ী চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় রাস্তায় অসংখ্য গাড়ী আটকে পড়ে আছে। রাজ্যে পেট্রোলিয়ামজাত তেল, এল পি জি, খাদ্যশষ্য ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট মারাত্বক আকার ধারন করেছে। চিঠিতে পূর্তমন্ত্রী বাদল চৌধুরী জাতীয় সড়কের উল্লেখিত অংশের মেরামতির কাজ তদারকি করার জন্য কেন্দ্রীয় মন্ত্রকের আধিকারিকদের নিয়ে একটি দল গঠনের জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহণ দপ্তরের মন্ত্রী নীতিশ গড়করির নিকট প্রস্তাব রেখেছেন।