রোহিত সাহা, আগরতলা, ১২ অক্টোবর।। স্বামী এবং স্বাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করল প্রতীমা সরকার নামে এক গৃহবধু। বামুটিয়ার প্রতীমার বিয়ে হয় আমতলী অশ্বিনী মার্কেটের চারিপাড়ার বাসিন্দা হিরেন্দ্র সরকারের সাথে। বিয়ের পর থেকেই শুরু হয় শ্বশুর বাড়ির অত্যাচার। এ ব্যাপারে আগে আমতলী থানায় মামলা করা হলেও বোঝাপড়ায় মীমাংসা করা হয়। তারপরেও স্বামী এবং স্বাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে শুক্রবার নিজ গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে গৃহবধু প্রতীমা সরকার। জানাযায় এ ব্যাপারে একটি মামলা নেওয়া হলেও এখন পর্যন্ত কোন গ্রেফতারের খবর নেই।
রাজীব সাহার তোলা ছবি।