নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন ।। MGN রেগায় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে MGN রেগায় ২৮টি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে গ্রাম উন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া এই সংবাদ জানান।