চিকিৎসার গাফিলতিতে ৪৮ ঘন্টায় মৃত্যু তিন নবজাতক শিশুর

dhmশুভ্র দে, ধর্মনগর, ২৮ জুন ।। ৪৮ ঘন্টার মধ্যে ধর্মনগর জেলা হাসপাতালে তিন নবজাতক শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল জুড়ে চাঞ্চল্য। তিন নবজাতক শিশু মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিজনদের তরফে। জানা যায়, সোমবার বিকেলে কদমতলা থানাধিন আমটিলার বাসিন্দা সামসুল হকের দু’দিনের শিশুর অসুস্থতার কারনে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে একটি পোলিও ইঞ্জেকশান দিতেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। রাত কাটিয়ে মঙ্গলবারের সকালেই আবার ধর্মনগর জেলা হাসপাতালে ঘটে সেই একই রকম ঘটনা। জানা যায়, সোমবার রাতে ধর্মনগরের গঙ্গানগর পঞ্চায়েতের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মন্তুষ দাসের এবং শনিছড়া নদিয়াপুর পঞ্চায়েতের বাসিন্দা প্রমেশ নাথের দুটি কন্যা সন্তানের জন্ম হয়। মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক দুটি কন্যা সন্তানকেই পোলিও ইঞ্জেকশান দিতেই শিশু দুটি মুহূর্তের মধ্যেই প্রান হারায়। দু’দিনের মধ্যে ধর্মনগর জেলা হাসপাতালে তিন নবজাতক শিশু মৃত্যুর ঘটনা চাউর হতেই উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক সহ প্রচুর TSR বাহিনী মোতায়েন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*