দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৯ জুন ।। মহারাজগঞ্জ বাজার সংলগ্ন পুকুরের ঘটনা দুর্ঘটনায় বহুবার সংবাদ শিরোনাম হয়েছে। বুধবার, মহারাজগঞ্জ বাজারের সন্নিহিত পুকুর অন্যমাত্রায় জনসন্মুখে এসেছে। আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স নিয়ে ফুলন ভট্টাচার্য্য সটান হাজির হন মহারাজগঞ্জ বাজারে। বে-আইনি পথে পুকুরের দখল নিচ্ছেন জনৈক ব্যবসায়ী – এই অভিযোগের পরিনতিতে রীতিমতো তর্ক যুদ্ধে অবতীর্ণ হন ফুলন ভট্টাচার্য্য এবং ঐ ব্যবসায়ী। দোকানও ভেঙ্গে দেয়া হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ে পুর নিগমের প্রতিনিধি ফুলন ভট্টাচার্য্য যখন আইনের ব্যাখ্যায় অভিযানের স্বপক্ষে যুক্তি দেখীয়েছেন, ঐ ব্যবসায়ী তখন দু’খানা তৌজী আর আইনের ধারাপাতে অভিযান আইন সঙ্গত নয় বলে তর্কে লিপ্ত হন। এক সময় তর্কের উত্তাপ এতটাই চড়ে যায় যেখানে ফুলন ভট্টাচার্য্য ঐ ব্যবসায়ীকে মাত্রা ছাড়ানো সম্পর্কে সাবধান বাণী উচ্চারন করেন।