নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন ।। বুধবার মহাকরণে মূখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন CRPF-র ত্রিপুরা সেক্টরের আই জি অরুণ কুমার। সাক্ষাতকারকালে CRPF ত্রিপুরা সেক্টরের IG মূখ্যমন্ত্রীর হাতে একটি পুস্পস্তবক তুলে দেন।
এছাড়াও একই দিনে সন্ধ্যায় মহাকরণে মূখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন ষ্টেট প্ল্যানিং বোর্ডের সদস্য ভি কে রামাচন্দ্রন।