নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন ।। বৃহস্পতিবার, রাজনগর কলোনী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতীল পাকা বাড়ীর উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। রাজনগর কলোনী বিদ্যালয়ের দ্বিতীল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের শিক্ষার সুযোগকে কাজে লাগানোর জন্য তিনি ছাত্রছাত্রী ও অবিভাবকদের পরামর্শ দেন। মূখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের ভালও নম্বর পেলেই চলবেনা, তাঁদের ভালো ও সৎ মানুষ হয়ে উঠতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনমন্ত্রী নরেশ জমাতিয়া, বিশেষ অতিথি হিসেবে দক্ষিন ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায়, বিধায়ক সুধান দাস, বাসুদেব মজুমদার এবং দক্ষিন ত্রিপুরার জেলা শাসক সি কে জমাতিয়া উপস্থিত ছিলেন।