দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩০ জুন ।। বৃহস্পতিবার, তুলসীবতী স্কুল সংলগ্ন স্থানে কেন্দ্রীয় তৃণমূল ভবনের দ্বারোদ্ঘাটন উপলক্ষ্যে ঢাক, ঢোল, গান, বাজনায় মুখর হয়ে উঠে। তিনের বদলে তৃণমূলের দু’জন নেতার আগমন হয়েছে। কংগ্রেস ছেড়ে যারা তৃণমূলে সামিল হয়েছেন দলের নতুন সমর্থকদের মধ্যে ছিল চরম উত্তেজনা। তৃণমূল ভবনের দ্বারোদ্ঘাটন উপলক্ষ্যে পোস্টার, ব্যানারে ছয়লাপ হয়ে যায় গোটা তুলসীবতী স্কুল চত্বর।
তৃণমূলের নতুন ভবনের উদ্বোধনে কোলকাতা থেকে সাংসদ প্রসূন ব্যানার্জী এবং দলের সর্বভারতীয় সহসভাপতি মূকুল রায় তুলসীবতী স্কুলের সামনে পৌঁছুতেই মূই মূই ধ্বনি ওঠে সমর্থকদের।
কেন্দ্রীয় তৃণমূল ভবনের দ্বারোদ্ঘাটনের আগে, নির্মিত তোরনের ফিতা কেটেছেন রাজ্য স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী এবং দলের সর্বভারতীয় সহসভাপতি মূকুল রায়। কেন্দ্রীয় তৃণমূল ভবনের ফলক উন্মোচনের পর তৃণমূল ভবনের দ্বারোদ্ঘটন করেন সাংসদ প্রসূন ব্যানার্জী। সভাস্থলে বানানো মঞ্চে ত্রিপুরা এবং বঙ্গ নেতৃবৃন্দ হাতে হাত ধরে শপথ করেন ত্রিপুরা থেকে বাম শাসনের সমাপ্তির।