রোহিত সাহা, আগরতলা, ১২ অক্টোবর ।। মাংস কেনাকাটাকে কেন্দ্র করে প্রথমে তর্ক বিতর্ক পরে অ্যাসিড ছুরে মারল এক ক্রেতা। ঘটনা রাজধানীর মঠ চৌমূহনী বাজারে। দুলাল দেবনাথ নামে ঐ ব্যক্তি রানীর বাজার মোহনপুর স্থিত যদোমুড়া এলাকার বাসিন্দা গৌতম ঘোষ পেশায় মাংস বিক্রেতাকে অ্যাসিড ছুড়ে মেরেছে বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তের জন্য দোষীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
রাজীব সাহার তোলা ছবি।