গোপাল সিং, খোয়াই, ০১ জুলাই ।। একদিকে নেশামুক্ত পৃথিবীর আহ্বান অন্যদিকে ক্রমাগত বেড়ে চলেছে নেশা আসক্তের সংখ্যা। নেশার কবলে ঘর থেকে শুরু হচ্ছে অবক্ষয় – ধীরে ধীরে গ্রাস করে ফেলেছে গোটা সমাজকে। শুক্রবার মদমত্ত যুবতী সহ গ্রেপ্তার হল খোয়াই সুভাষপার্কের এক বিত্তশালী পরিবারের যুবক। জানাযায়, শুক্রবার সন্ধ্যায় আগরতলা থেকে আসার পথে কালীবাড়ী নো-এন্ট্রি প্রবেশ করার সময় এলাকার সব্জি ব্যবসায়ী নারায়ণ দেবনাথকে ধাক্কা দেয় TR01 AM 0226 নম্বরের একটি গাড়ী। এতে আহত হয় সব্জি ব্যবসায়ী। তারপরেই গাড়ীর চালক বিপুল মোদক এবং গাড়ীর মালিক শঙ্কর শুভ্র করের সাথে ট্রাফিক পুলিশ ও উত্তেজিত জনতার বচসা বাঁধে। একসময় উত্তেজিত জনতার উত্তম মধ্যম খেয়ে গাড়ীর চালক পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে খোয়াই থানার পুলিশ পৌঁছে গাড়ী থেকে মদমত্ত এক কলেজ পড়ুয়া ছাত্রীকে উদ্ধার করে গাড়ীর মালিক ও যুবতিটিকে থানায় নিয়ে আসে। জানাযায়, কলেজ পড়ুয়া ছাত্রীটির বাড়ী খোয়াই আশারামবাড়ী এলাকায়। পুলিশ এমর্মে একটি মামলা নিয়েছে।