দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০১ জুলাই ।। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মৌলবাদীদের আক্রমনে জনজাতি সম্প্রদায়ের মানুষেরা জীবন রক্ষায় ভারতীয় ভূ-খন্ডে প্রবেশের চেষ্টা করেছে। এই ঘটনার বিরুদ্ধে Youth IPFT-র তরফে স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন স্থান থেকে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জনজাতি সম্প্রদায়ের মানুষদের জীবন সম্পত্তি রক্ষায় ব্যবস্থা গ্রহন করার দাবী করা হয়েছে।