রোহিত সাহা, আগরতলা, ১২ অক্টোবর ।। দক্ষিন লক্ষনডেপার বাসিন্দা লক্ষন দেবনাথের মেয়ের সামাজিক ভাবে বিয়ে হয় জুমের ডেপার বাসিন্দা উষা রঞ্জন দেবনাথের ছেলে বাবুল দেবনাথের সাথে। ১৪ বছর বৈবাহিক সম্পর্কে সুখ নেই তাদের পরিবারে। ফলে বাবুল দেবনাথ প্রায়ই মারধোর করত তার স্ত্রী কে। অশান্তীর জেরে শনিবার বাবুলের স্ত্রী তাকে বাঁধা দেয় এবং পরে তার উপর অ্যাসিড নিক্ষেপ করে। ফলে গুরুতর আহত হয় বাবুল। এ ব্যাপারে বাবুল তার স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
রাজীব সাহার তোলা ছবি।