দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৬ জুলাই ।। শহরস্থিত ইসকন মন্দির রথের দিনে নতুন করে ভাস্কর হয়ে উঠে। সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম, শুভদ্রার গুন্ডিচার উদ্দেশ্যে যাত্রা জনপ্লাবনে রুপান্তরিত হয়। জগন্নাথের জয়ধ্বনিতে পবিত্রতার অন্যরকম আবহ সৃষ্টি হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা শোভিত পথ পরিক্রমা করে হাজার হাজার ভক্তের রথের দড়ি টানের মধ্য দিয়ে। ৮ থেকে ৮০ সকলেরই বাসনা থাকে রথের দড়ি ছুঁয়ে পূন্য সঞ্চয়ের। রথ থেকে ছুঁড়ে দেয়া জগন্নাথের প্রসাদ পেতে সব ভক্তই উদগ্রীব অপেক্ষায় থাকেন। ভক্তের এই অনুকুল ছবিতেই পবিত্র রথযাত্রার সার্থকতা।