দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৭ জুলাই ।। গোটা রাজ্যে আনন্দ উচ্ছ্বাসে ঈদ পালিত হয়েছে। ত্যাগ আর সংযমের মধ্য দিয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা দীর্ঘ এক মাস রমজান পালন করেছেন, রমজানের শেষে আসে খুশি আর আনন্দের ঈদ। গোটা মুসলমান সম্প্রদায় ঈদ উপলক্ষ্যে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে। মূলত এই ঈদের সঙ্গেই জড়িয়ে আছে বিশ্ব মানবতার সম্পর্ক। ঈদগাহ, মসজিদে বিশেষ নামাজে অংশ নেয় মুসলমান সম্প্রদায়ের মানুষেরা। ধনী, গরিবের বিভেদ বিলীন হয়ে যায় বিশেষ নামাজে। আগরতলাস্থিত গেদু মিঞার মসজিদে ঈদের দিনে দেখা গেছে চিরাচরিত ধর্মীয় ঐতিহ্যের সেই ছবি। সেখানে মুসলমান সম্প্রদায়ের প্রচুর মানুষ ঈদের নামাজে অংশ নিয়েছে।