দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১২ জুলাই ।। মঙ্গলবার শুরু হল ত্রিপুরার ঐতিহ্যবাহী পূজো খাচি পূজো। আরাধ্যের কাছে মনোবাসনা পৌঁছে দেয়ার ভাষা এক নয় কিন্তু নির্মীলিত চোখ আর করবদ্ধ হস্তযুগলে চৌদ্দ দেবতার পাদপদ্মে কায়মনোবাক্যে প্রার্থনার আকুতিতে নেই কোন ভিন্নতা। কেউ কপালে হাত দিয়ে তো কেউ সষ্টাঙ্গে প্রনাম জানাচ্ছে, মোম, ধূপ, প্রসাদের পাতিল নিয়ে দীর্ঘ লাইনে ভক্ত অপেক্ষায় কতক্ষনে ভোগ চড়াবে, পারম্পরিক প্রথা অনুযায়ী যেখানে বলি হচ্ছে সেখানেও আবাল, বৃদ্ধ বনিতার ভীড়, মন্দির চত্বরে কেউ মেলায় ঘুরে খুঁজছে পছন্দের জিনিষ, অভুক্ত থেকে ভোগ নিয়ে কেউ পেটে কিছু দিতে ব্যস্ত – এমুহূর্তে চৌদ্দ দেবতা মন্দিরের ঘটনা এই দৃশ্যগুলিতেই ঘুরপাক খাচ্ছে।