নিজস্ব প্রতিনিধি ,চুরাইবাড়ী, ১৩ জুলাই ।। ১২ জুলাই আনুমানিক সাড়ে ৭টা নাগাদ করিমগঞ্জ থেকে বিশাল পুলিস বাহিনী সহকারে পান্না আহমেদ কে নিয়ে TR 05 – 0829 জিপসি গাড়িতে ছড়ে রওয়ানা দেন, চুরাইবাড়ী থানার সেকেন্ড অফিসার মনুজ চন্দ। রাত ১০ টা ১ মিনিটে রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ীতে পান্না আহমেদ কে নিয়ে প্রবেশ করে মনুজ বাবুর টিম। প্রথমে চুরাইবাড়ী থানায় নিয়ে আসা হয় পান্না আহমেদ কে। চুরাইবাড়ী থানায় তখন অপেক্ষায় ছিলেন অতিরিক্ত পুলিস সুপার আর ডারলং ও চুরাইবাড়ী থানার ওসি বিজয় সেন তাদের উপস্থিতে। সেখানে ৪১ মিনিট রাখা হয় পান্না আহমেদ কে সেই ফাকে পুলিস ও অফিসাররা খাওয়াদাওয়া সেরে নেন। রাত ১০ টা ৪২ মিনিটে আগরতলা থেকে আসা TR 01- 0992 কমান্ডার গাড়ি স্পেশাল নিরাপত্তা বাহিনী সহকারে চুরাইবাড়ী থানার সেকেন্ড অফিসার মনুজ চন্দ আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেন পান্না আহমেদ কে নিয়ে(TR 05 0829 নম্বর এর জিপসি গাড়ি দিয়ে)। ভোর ৩টা থেকে ৪টার মধ্যে আগরতলায় পৌঁছাবে পান্না আহমেদ কে নিয়ে সূত্রের খবর।