নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪জুলাই।। বৃহস্পতিবার মহাকরণে এই সাংবাদিক সন্মেলনে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানান, চলতি বছরেই মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় চালু করা হবে। এই বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষক ও অশিক্ষক পদে ৫৯টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো জানান, বিদ্যালয় শিক্ষা দপ্তরের মোট ৫,৮৫৬টি শিক্ষকের শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রীসভায়। তিনি জানান, এই নিয়োগ গুলী টেট পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে।