নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ।। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য মন্ত্রীসভার বৈঠকে ৪ শতাংশ মহার্ঘভাতা প্রদানের ঘোষণা করা হয়েছে। সরকারী তথা অনুদান প্রাপ্ত বিভিন্ন সংস্থার কর্মচাররাও এই ভাতা পাবেন। বৃহস্পতিবার মহাকরণে অর্থমন্ত্রী ভানুলাল সাহা এবং শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী যৌথ ভাবে সাংবাদিক সন্মেলন করে এই তথ্য জানান। ১লা জুলাই থেকে এই মহার্ঘভাতা কার্যকর হবে। মন্ত্রীসভার সিদ্ধান্তে ৪ শতাংশ মহার্ঘভাতার ঘোষনার সঙ্গে সব মহলে কেন্দ্রীয় হারের সঙ্গে ফারাক নিয়ে অংক কষা শুরু হয়েছে।