নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই ।। আরবান আই সি ডি এস প্রজেক্ট বড়দোয়ালী সেক্টরের উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার, পশ্চিম প্রতাপগড় জনকল্যান সংঘ সংলগ্ন মাঠে বক্তারা মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয় নিয়ে সচেতনতামূলক বিস্তারিত আলোচনা করেন। সেখানে সচেতনতামূলক আলোচনা সহ শিশুদের বিভিন্ন ধরনের খেলার পাশাপাশি কুইজ, নাচ ও গান করা হয়। তাছাড়াও ৪০নং পুর ওয়ার্ডের উপস্বাস্থ্য কেন্দ্রের মহিলা আরোগ্য সমিতি থেকে স্বাস্থ্য সচেতনতামূলক পথ নাটক ‘চল যাই হাসপাতাল’ পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই সি ডি এস প্রজেক্টের জেলা ইন্সপেক্টর পূর্ণেন্দু ভূষণ দত্ত, সি ডি পি ও গুপেশ সাহা, সুপারভাইজার লীলাবতী দাস, ২৩নং পুর ওয়ার্ডের কায়ন্সিলার অভিজিৎ ভট্টাচার্য্য, ৩৮নং পুর ওয়ার্ডের কায়ন্সিলার মিঠু শীল সহ বড়দোয়ালী সেক্টরের অঙ্গনওয়াড়ী কর্মী, সহকর্মী, আশা কর্মী এবং এলাকাবাসী।