
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ।। তিন দিনের রিমান্ড শেষে শনিবার অভিযুক্ত পান্না আহমেদকে আদালতে তোলা হয়। আদালত পান্না আহমেদকে ফের ১৪ দিনের জেল হেফাজতে পাঠায়। আগামী ২৯শে জুলাই পান্না আহমেদকে ফের আদালতে তোলা হবে বলে জানা যায়। উল্লেখ্য, গত ১২ই জুলাই পান্না আহমেদকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ।