ব্রাউন সুগার সহ আটক তিন

crচূড়াইবাড়ী প্রতিনিধি, ১৬ জুলাই ।। একদিকে নেশামুক্ত পৃথিবীর আহ্বান অন্যদিকে ক্রমাগত বেড়ে চলেছে নেশা আসক্তের সংখ্যা। নেশার কবলে ঘর থেকে শুরু হচ্ছে অবক্ষয় – ধীরে ধীরে গ্রাস করে ফেলেছে গোটা সমাজকে। কেউ চার দেওয়ালের বন্ধ ঘরে নেশায় মত্ত, কেউ নেশার ঘোরে পথের পাশে চৈতন্যহীন। শনিবার দামছড়া থেকে ব্রাউন সুগার সহ তিন জনকে আটক করেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*