নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই ।। ধর্মনগরের কলাছড়ায় বিদ্যালয় থেকে শুরু করে পঞ্চায়েতে যে যার ইচ্ছে মত ছড়ি ঘুরাচ্ছেন। কলাছড়ায় বিদ্যালয়ের দরজা খোলার যেমন নির্দিষ্ট সময় নেই, শিক্ষকরা ক্যারাম খেলায় মত্ত থাকেন, ছাত্ররা হাওয়া খায় বাইরে। ধর্মনগরের সেই কলাছড়াতেই গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিমাতৃসুলভ ভূমিকায় গ্রামবাসীদের ক্ষোভ ধূমায়িত হচ্ছে। বলা নেই কওয়া নেই প্রায় সময়ই পঞ্চায়েতের দরজায় ঝোলানো তালা প্রতিনিয়ত গ্রামবাসীদের দৈনন্দিন কাজ কর্মের বেঘাত ঘটাচ্ছে।
সোমবার, ধর্মনগরের কলাছড়া গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে অঘোষিত ছুটি পালনের ফলে গ্রামের মানুষ পঞ্চায়েতে গিয়ে ফিরে এসেছেন। অনেকেই প্রযোজনীয় কাজে গেলেও তলা দর্শন করে ঘর মুখো হয়েছেন। ধর্মনগরের কলাছড়া গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের কাজকর্মে অসন্তুষ্ট মানুষ “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-এর দপ্তরে অভিযোগ জানিয়েছে। সত্যতা যাচাইয়ে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-এর দপ্তর থেকে যোগাযোগ করে সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান নন্দ কুমার সিংহ এর সঙ্গে। সিংহ বাবু শিলচর থেকে ফোনে জানিয়েছেন পঞ্চায়েতের কাজকর্ম চালানোর জন্য দায়িত্ব দিয়ে গেছেন অন্যের হাতে। পঞ্চায়েত প্রধান নিজে কতদূর দায়িত্বশীল সেই প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা, যাকে দায়িত্ব দিয়ে গেছেন তিনিও পঞ্চায়েতে তালা ঝুলিয়ে প্রমান করেছেন ‘যেমন গুরু তেমনি চেলা’ নীট ফল মানুষের দুর্ভোগের বিস্তৃতি।